সারা বিশ্বকে তাক লাগিয়ে ইসরোর মুকুটে ফের সাফল্যের পালক

সারা বিশ্বকে তাক লাগিয়ে ইসরো আবারও নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে সফল হল। অর্থাৎ মহাকাশ গবেষণার ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে নতুন ইতিহাস গড়ল ভারত। মূলত, ইসরো একাধিকবার মহাকাশ অভিযানে পাড়ি এবং স্যাটেলাইট লঞ্চ করে থাকলেও এ যাবৎ সেই সকল স্যাটেলাইট ছিল হালকা। ভারী স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে ইসরোকে ভরসা করতে হতো পশ্চিমী দেশগুলির উপর। এবার আত্মনির্ভর ভারতের ভাবনা নিয়ে নিজেরাই ভারী বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করল ইসরো। জানা গিয়েছে পাঁচ হাজার ৭৯৬ কেজি পেলোড নিয়ে একসঙ্গে ৩৬টি উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। ইতিমধ্যে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর লো অরবিটে স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন হয়েছে। এবারের স্যাটেলাইটগুলোর মোট ওজন ছিল প্রায় ৬ টন।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় ইসরোর রকেট এলভিএম৩-এম২/ওয়ানওয়েব ইন্ডিয়া-১। এ প্রসঙ্গে ওয়ান ওয়েবের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল জানান, ওয়ানওয়েব ৬টি রকেট উৎক্ষেপণ করতে চায়। কিন্তু রাশিয়া-ইউক্রেনের সমস্যার জেরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল এই মিশন। সেই সময় ভারত এগিয়ে আসে। তারই ফলস্বরূপ ইতিহাস গড়ে লো অরবিটে ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপন করল ইসরোর রকেট। উৎক্ষেপণের প্রায় ৩৭ মিনিট পর ইসরো চেয়ারপার্সন এস সোমানাথ বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ১৬টি স্যাটেলাইট খুব নিরাপদে আলাদা করা হয়েছে। বাকি ২০টি স্যাটেলাইটও আলাদা হয়ে যাবে

 

প্রসঙ্গত, ইসরোর তরফ থেকে তাদের বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং UK ভিত্তিক লো আর্থ অরবিট স্যাটেলাইট টেলিকমিনিকেশন সংস্থা OneWeb এর সঙ্গে চুক্তি করে এই উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ দেখার জন্য সুদৃশ্য ভিউয়িং গ্যালারি তৈরি করা হয়েছিল। এর আগেও ইসরোর তরফ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে রেকর্ড করা হয়েছিল। সেই সময় একসঙ্গে ১০৭ টি স্যাটেলাইট পাঠিয়েছিল তারা।