বুদ্ধি খাটিয়ে পাক বোলার শাহীন আফ্রিদির কাছ থেকে লুকনো কৌশল জেনে নিলেন মহম্মদ শামি!

আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারতীয় দল। তার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলি’রা। কিন্তু তার আগে শাহীন আফ্রিদি’কে বিশেষ সাহায্য করতে দেখা গেল শামিকে। আফ্রিদি বলেন, ‘যবে থেকে বোলিং শুরু করেছি, আপনাকেই ফলো করি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে খেলোয়াড়দের নেটে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছে।

উল্লেখ্য, গতবারের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লজ্জার হার হজম করতে হয়েছিল ভারতীয় দলকে। মাথা নিচু হয়ে গিয়েছিল ভারতবাসীর। সে বার ভারতের টপ অর্ডারকে একাই ধ্বংস করে দিয়েছিলেন শাহীন। রোহিত শর্মা, কেএল রাহুলদের আউট করার পর বিরাট কোহলি’কেও আউট করে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। গতকাল সোমবার গাব্বায় অনুশীলন ম্যাচ খেলতে নামার আগে শাহীনকে পরামর্শ দিতে দেখা গেল শামিকে। মূলত সুইংয়ের বিষয়ে কথা বলছিলেন তাঁরা। এমনকি কব্জি কেমন ভাবে ব্যবহার করলে সুইং বেশি করানো সম্ভব সেই পরামর্শও শামি তাঁকে দিয়েছেন বলে জানা গিয়েছে। আর আগামী ২৩ তারিখে শামির পরামর্শ মত যদি শাহীন আফ্রিদি’কে বোলিং করতে দেখা যায়, তাহলে নিজের বুদ্ধি ধার দিয়ে মহম্মদ শামি, শাহীনের কাছ থেকে যে গেমপ্ল্যানটা জেনে নিলেন, তা নিঃসন্দেহে বলা যায়। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ মহলের একাংশ।

 

আবার অন্যদিকে গতকালের  অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় ভারত। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময় ১৮৭ রান করে ব্লু ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যান অজিরা। এই দিন দ্বিতীয় ইনিংসের শেষ ওভারে বল করতে এসে হ্যাটট্রিক করেন শামি। এছাড়াও ব্যাট হাতে দুরন্ত ফর্মে দেখা যায় কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব’কে। অন্যদিকে ব্যর্থ হন রোহিত এবং বিরাট।