১৯৮০ সাল থেকে সারদা-নারদা ছিল, তদন্ত হলে সিপিএম-কংগ্রেসের সবকটা জেলে যাবে – মমতা

214

বহরমপুরে কংগ্রেসের সংগঠন তৈরি করেছি আমি, অধীরদুর্গ থেকে এমনটা দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথেই তিনি,অধীর চৌধুরীর নাম না করে অভিযোগ করেন,বহরমপুরে অধীরকে জেতাতে প্রচারে নেমেছে আরএসএস। কারন, ”দিনের বেলায় লাল পার্টির সঙ্গে ভাব কর, রাতের বেলায় গেরুয়া পার্টির সঙ্গে। এখানে ভোটে কাজ করছে আরএসএস । এতেই শেষ নয় অধীরকে কটাক্ষ দিদির মন্তব্য, অধীর চৌধুরী সবাইকে চোর, ডাকাত বলে। নিজে যে কত কিছুর মধ্যে জড়িত, এসব বলতে চাই না আমি। সংসদ যেদিন শেষ হল, সেদিনও গালাগালি দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে বলছে, চোর। তুমি ডাকাত সর্দার। ১৯৮০ সাল থেকে সারদা-নারদা ছিল। তদন্ত হলে সিপিএম-কংগ্রেসের সবকটা জেলে যাবে। তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, তাই ওরা তৃণমূলকে গাল দেয়।

এদিকে সংগঠন তৈরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, বহরমপুরে কংগ্ৰেস আমি তৈরি করি। তখন যুব কংগ্ৰেস করতাম। মান্নান হোসেনরা খুব ভালবাসতেন। তৃণমূল কংগ্রেস তৈরি করার পর ২২ দিনের মধ্যে ভোট করাতে হয়। প্রতীক পেতে দেরি হয়ে গিয়েছিল। সে কারণে মালদহ, মুর্শিদাবাদে পিছিয়ে পড়েছিলাম। এখন আবার পুরনো ছেলেরা ফিরে এসেছে দেখে ভালো লাগছে। এবার দুই জেলায় সব আসন পাব।