‘দিলীপ ঘোষ যাত্রাদলের ভাঁড়’ কটাক্ষ করলেন মানস ভুঁইয়া!

‘দিলীপ ঘোষ যাত্রাদলের ভাঁড়’! বুধবার পুরুলিয়া জেলার মহুলার মাঠে তৃণমূলের প্রকাশ্য জনসভা থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন সাংসদ ডাঃ মানস ভুঁইয়া।

উল্লেখ্য,১৯শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে পাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ মহুলার মাঠে প্রকাশ্য জনসভায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডাঃ মানস ভুঁইয়া ।সভার শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করতে শুরু করেন মানস ভুঁইয়া।এদিন সভায় তিনি বলেন,”ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে শান্তি- শৃঙ্খলাকে নষ্ট করতে চাইছে।মমতা ব্যানার্জির তৈরী করা উন্নয়ন, জঙ্গলমহলের শান্তি,পাহাড়ের শান্তি তাদের সইছে না।যেকোনো মূল্যে তাদের বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে।এই রাজনৈতিক দলটি বিভেদের রাজনীতি করে।


প্রসঙ্গত,সম্প্রতি দিলীপ ঘোষ পুরুলিয়াতে এসে সভা করেন।সেই প্রসঙ্গে এদিন মানস বাবু অভিযোগ করে বলেন,”বিজেপির প্রতিনিধি দিলীপ ঘোষ সম্প্রতি পুরুলিয়াতে এসে তার উত্তেজনা মুলক বক্তব্য দিয়ে পুরুলিয়ার শান্ত পরিবেশকে নষ্ট করতে চেয়েছিলেন।পুরুলিয়ার মানুষ ভালোবাসা চায়,উন্নয়ন চায়,ঘৃনা চায়না।আমাদের নেত্রী ৩৪ বছরের সিপিএমের রাজত্বকে অবসান করেছেন।৭ বছর ধরে লাগাতার ধারাবাহিক উন্নয়ন করেছেন।একই সাথে পুরুলিয়া বাসীর উদ্দেশ্যে এদিন তিনি বলেন,”বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না।অপরদিকে ,দিলীপকে ঘোষকে এদিন কটাক্ষ করে মানস ভুঁইয়া বলেন,”তিনি (দিলীপ) যেসব কথা বলেছেন তা মারাত্মক।সামাজিক বিনাসকে নষ্ট করবে।বিভাজনের রাজনীতিকে এগিয়ে দেবে। এটাকে গ্রহন করবেন না।আসলে তিনি(দিলীপ) যাত্রাদলের ভাঁড়েরমতো আচরণ করেছেন।”
এদিন মানস ভুঁইয়া ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,জেলা সভাপতি শান্তিরাম মাহাত সহ বিভিন্ন নেতৃত্বরা।