আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই, গড়বেতায় বললেন মমতা

50

আর মাত্র দিন দশেকের অপেক্ষা, তারপরই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে ভোট প্রচারে নেমে গিয়েছে তৃণমূল – বিজেপি থেকে জোটেরা। একদিকে যেমন আজ পুরুলিয়ার ভোটপ্রচারে হাজির হয়েছেন মোদী, ঠিক তাঁর অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে পরপর তিনটি জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যেপাধ্যায়। প্রথম নির্বাচনী সভা গড়বেতা বিধানসভার গোয়ালতোড়ের আমলাশুলিতে। এরপর কেশিয়াড়ির ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, এবং সবশেষের জনসভাটি রয়েছে খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় কলাইকুণ্ডায়। সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। মমতা বলেন, ‘‘বিজেপি একটা সর্বনাশা দল। বাইরে থেকে ট্রেন-বাস ভাড়া করে এনে ভয় দেখাচ্ছে। ভয় দেখাতে এলে রুখে দাঁড়ান আপনারা।’’

কি বললেন মমতা, একনজরে দেখে নেওয়া যাক,

১. ভারতের অনেক রাজ্যে জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) কাজ শুরু করেছে। বাংলায় তা করতে দিইনি আমরা। আমি যখন লড়াই করি, বাঘের বাচ্চার মতো লড়াই করি।

২. ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে। হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছেন। বিমানের পর বিমান ভোট লুটের চেষ্টা করছেন। এলেই হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন।

৩. আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই।

৪. যারা বলে বাংলায় কিছু হয়নি, বাংলায় ৪০ শতাংশ দারিদ্র কমেছে।

৫. সিপিএমের হার্মাদগুলো বিজেপি-তে গিয়েছে। জঞ্জালের পার্টি বিজেপি।

৬. ইস্তেহার অনুযায়ী মমতার বক্তব্য, দ্বাদশ শ্রেণিতে উঠলে ১০ হাজার টাকা অথবা ট্যাব দেওয়া হবে। ৫ লক্ষ কর্মসংস্থান করব আমরা। ক্ষমতায় এলে কৃষকবন্ধু প্রকল্পে বছরে ১০ হাজার টাকা করে মিলবে

৭. বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, কেবল ভোটের সময় ক্যাশ বেলুন।

৮. আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেব দরিদ্র মানুষকে।

৯. আমাদের সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন আপনারা। ভোট মিটে যাওয়ার পর বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব।

১০. ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি, জানালেন মমতা