জানুন, কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মুকুল রায়, অর্জুন সিং, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যরা

62

আজই বাকি ১৬৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। গতকাল গভীর রাতে দিল্লিতে দলের সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী তালিকায় সিলমোহর পড়েছে। তারপরই আজ সকাল ৬টা নাগাদ কলকাতায় ফেরেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। কলকাতায় পৌঁছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, আজকের মধ্যেই পুরো প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি, সবাইকে একজোট হয়ে এই নির্বাচনে লড়াই করার বার্তা দেন দিলীপ।

উল্লেখ্য, তৃতীয় ও চতুর্থ দফার মতো বিজেপির বাকি ১৬৭ আসনেও প্রার্থী তালিকায় চমক! জানা যাচ্ছে, সাংসদ শান্তনু ঠাকুর হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন। তবে গতবারের মোট এবারেও রাহুল সিনহা প্রার্থী হতে পারেন জোড়াসাঁকো কেন্দ্র থেকে। পাশাপাশি হাওড়ার শিবপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন রুদ্রনীল। এবং কৃষ্ণনগর দক্ষিণ থেকে মুকুল রায়কে প্রার্থী করছে বিজেপি। তবে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে বীজপুর থেকে প্রার্থী করা হচ্ছে। এদিকে, ব্যারাকপুরেই প্রার্থী হতে পারেন অর্জুন সিং। এছাড়াও, রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য। কৃষ্ণনগর উত্তরে ফুটবলার কল্যাণ চৌবে। পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায় । খড়দাতে শীলভদ্র দত্ত।