ভাবী মুখ্যমন্ত্রী! মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় খবর, ২৫ থেকে খেলা দেখাবে ‘জাত গখড়ো’

79

বিজেপি ক্ষমতায় এলে আমরা কি মুখ্যমন্ত্রী হিসেবে মিঠুন চক্রবর্তীকে দেখতে পাব? এই প্রশ্নের উত্তর খুঁজতে জেরবার রাজনৈতিক মহল। তার ওপর এবার যোগ হল নয়া সংযোজন। কলকাতা বেলগাছিয়ার কেন্দ্রের ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, বেলগাছিয়ার কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল তরুণ সাহার। কিন্তু তিনি জানিয়ে দেন, এখনও তিনি তৃণমূলেই আছেন, বিজেপিতে যোগ দেননি। তার সঙ্গে আলোচনা না করেই প্রার্থী হিসাবে করা হয়েছে। অতঃ পর নাম ঘোষণা হবার পরেও সেই আসন ফাঁকা পরে আছে। তারপর থেকে জল্পনা ছড়ায় সেই আসনে প্রার্থী হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। এও জানা যাচ্ছে, ২৫ তারিখের থেকে বিজেপি হয়ে পুরোদমে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী।

উল্লেখ্য, গত সপ্তাহে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “আমার মিঠুন চক্রবর্তীর সাথে কথা হয়েছিল। তিনি ভোটে দাঁড়াতে অস্বীকার করেছেন। এরপরও যদি দল সিদ্ধান্ত নেয় মিঠুন প্রার্থী হবে, তবে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলব। মিঠুন নির্বাচনে লড়াই করতে চাইলে লড়তে পারবে। যদিও মিঠুন এই নির্বাচনে প্রার্থী হবেন না, সেটা আগেই জানিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রীর পদে বসবার জন্য তাকে যেকোন আসন থেকে প্রার্থী হতেই হবে। এখন দেখার সময় কি লিলা খেলা দেখায়? এদিকে, আজ পঞ্চম থেকে অষ্টম দফার জন্য আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তবে এই তালিকায় নাম ছিল না মিঠুন চক্রবর্তীর।