কাগজ আমরা দেখাব না, মোদীর বহিরাগত জবাবের পাল্টা জবাব দিলেন মহুয়া মৈত্র

73

বাংলার নিজের মেয়েকেই চায় এই শ্লোগানের মাধ্যমে বিজেপিকে বহিরাগত তকমায় বারবার বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। তবে বুধবার কাঁথির সভায় সেই ‘বহিরাগত’ তকমার জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, দিদি ও দিদি, এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়, সবাই ভারতমাতার সন্তান। মোদী আরও জানান, যে বাংলা পুরো ভারতকে বন্দেমাতরমের ভাবনায় বেঁধেছেন, সেখানে মমতা দিদি বহিরাগতের কথা বলছেন। এই ভূমি বঙ্কিমবাবুর, রবি ঠাকুরের, সুভাষ বোসের, মাতঙ্গিনী হাজরার বঙ্গভূমি ও ভারতভূমি। এই ভূমিতে কোনও ভারতবাসী বহিরাগত নন। সবাই ভারত মাতার সন্তান।

 

এদিকে এই প্রেক্ষিতে আজ মোদীকে খোঁচা দিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra) নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, এখানে কোনও ভারতীয় বহিরাগত নন। সবাই ভারতমতার সন্তান, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। এটা রেকর্ড থাকায় আনন্দিত, স্যার। যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বাস করছেন এবং যাঁদের ছেলেমেয়েরা আমাদের মাটিতেই জন্মেছে, তাঁদের যখন আপনি হেনস্থা করবেন, তখন আপনাকে এ কথা মনে করিয়ে দেব। কাগজ দেখাব না। মহুয়ার এই টুইটের পরেই রাজনৈতিক মহলের একাংশ জানাচ্ছে, মহুয়া মৈত্র টুইটে সরাসরি কিছু বলা না-থাকলেও, তিনি যে এনআরসি ও এনপিআর প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে বিঁধেছেন, তা তাঁর ভাষায় স্পষ্ট।