তৃনমূল কর্মীদের বিজেপিতে নিলেন না বাবুল, জল্পনা তুঙ্গে…

119

একদিকে মুকুল রায় যখন তৃনমূল ভাঙ্গিয়ে বিজেপি দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, ঠিক তার অন্যদিকে তাঁর দলেরই সাংসদ বাবুল সুপ্রিয় দলের স্বচ্ছতা বজায় রেখে চলেছেন। অর্থাৎ ২০১৪ লোকসভা ভোটের পর ২০১৯ সনেও আসানসোলের মানুষজন বাবুল সুপ্রিয়র উপর ভরসা রেখে ফের সাংসদ করেছেন তাঁকে । আর এই আসানসোলে এবারও বিজেপি তাঁদের আধিপত্য কায়েম রাখায় তৃনমূল থেকে বিজেপিতে যোগদানে হিরিক লেগেই চলেছে । যার জেরে গতকাল আসানসোলের জামুড়িয়ায় একটি জনসংযোগ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেখানেই বিজেপির লক্ষ্মণ বাউরির হাত ধরে ২০০ জন তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করতে এলে বাবুল সুপ্রিয় তাঁদের ফিরিয়ে দেন। আর বলেন, পার্টিতে যোগদানের আগে মনটাকে বিজেপির মতো করুন। তারপর গেরুয়া শিবিরে আসবেন। কারন, যে কেউ এসে পার্টিতে যোগদান করবে বলবে, এত সহজ নয়। যদি আমি সবার হাতে ঝান্ডা ধরিয়ে দি তাহলে আপনাদের পরিশ্রম বিফলে যাবে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের স্বচ্ছতা বজায় রাখার জন্য বাবুল যা করেছেন তা ঠিকই করেছেন। তবে, এটা ভুলে গেলে চলবে না, যারা আগে সিপিএম করত তারাই তৃনমূল এসে তৃনমূলকে শাসক দলের জায়গা করে দিয়েছে । আর বিজেপি যদি ২০২১ রাজ্যের শাসকদলের জায়গায় নিয়ে আসতে চায়, তাহলে এসব খানিকটা মেনে নিতেই হবে। তবে পার্টিতে যোগদানের আগে মনটাকে বিজেপির মতো করতে হবে বলে বাবুল যে পরামর্শ দিয়েছেন তা আর কজন দেয় তো বলুন?