‘বিজেপি কুৎসা করে,মিছিল করে লোক মারে’, খোঁচা মমতার

110

ছররা গুলি পুলিশ ব্যবহার করে না। বিজেপি নিজে মিছিল করে নিজেই লোক মারে। বিজেপি মিথ্যা বলে ঝড়ের বেগে। অপপ্রচার নয়, ঝড়ের বেগে উন্নয়ন চাই। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদানও জনসভা অনুষ্ঠানে যোগ দিয়ে এহেন মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় মুখ্যমন্ত্রী বলেন,‘ছররা গুলি পুলিশ ব্যবহার করে না। বিজেপি নিজে মিছিল করে নিজেই লোক মারে। বিজেপি মিথ্যা বলে ঝড়ের বেগে। অপপ্রচার নয়, ঝড়ের বেগে উন্নয়ন চাই। আমাদের সরকারিই থাকবে, আপনাদের বিনামূল্যে রেশন দেব। রেল বেসরকারিকরণ, ব্যাংকে উঠিয়ে দিচ্ছে, কোথায় যাবে গরিবরা? আসানসোলে জিতে কি দিয়েছে বিজেপি?’

পাশাপাশি এদিন সভায় জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,‘শীতকাল আসছে। গরম পোশাক পরতে হবে। করোনার হাত থেকে বাঁচতে মাস্ক পড়তে হবে।’

এদিকে গতকাল বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে গিয়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। অভিযোগ, ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সেই প্রসঙ্গে এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন,‘পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যু হয়নি। শর্টগানের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুব কাছ থেকে গুলি করা হয়েছে।’ পাল্টা বিজেপির দাবি, পুলিশই গুলি চালিয়েছে।সত্য ধামাচাপা দিতে সিআইডি তদন্তের কথা বলা হচ্ছে। আমরা আদালতে যাবো। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।