কেন টেট পরীক্ষা হচ্ছে না? রাজ্য সরকারের কাছে কারন জানতে চাইল হাইকোর্ট

39

শেষ টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। যেখানে অনেক অপ্রশিক্ষণ প্রাপ্ত পরীক্ষার্থীরা শিক্ষকের জায়গা পেয়েছেন। যাইহোক এরপর ২০১৭ সালে পরীক্ষা নেওয়ার নির্দেশিকা বেরিয়েছিল। কিন্তু, সেই পরীক্ষা আজও নেওয়া হয়নি। কেন? এর ফলে কি রাজ্যে প্রশিক্ষিত ও নথিভুক্ত শিক্ষকের অভাব তৈরি হচ্ছে না? এমনই প্রশ্ন নিয়ে হওয়া মামলায় সোমবার রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের বক্তব্য তলব করল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, মামলাকারী শীর্ষেন্দু সেনগুপ্ত ও অন্যদের হয়ে আইনজীবী ফিরদৌস শামিম এদিন আদালতকে জানান, ২০১৭ সালে পরীক্ষা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করেছিল পর্ষদ। লক্ষ-লক্ষ শিক্ষক পদপ্রার্থীরা ১০০ টাকা জমা করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। অথচ, সেই পরীক্ষা সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সাড়াশব্দ নেই। তিনি জানান, এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন-এর নির্দেশিকা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার প্রতিটি রাজ্য সরকারের এই পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু, অজ্ঞাত কারণে ২০১৫ সালের পর এখানে সেই পরীক্ষা নেওয়াই হচ্ছে না। ফলে প্রশিক্ষিত শিক্ষকের অভাব তৈরি হচ্ছে। অথচ, এই পরীক্ষায় সফল হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন অনেকেই রয়েছেন। যাঁদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। এবং অবশেষে এই প্রেক্ষাপটের ওপর বিবেচনা করে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে ।