পুর প্রশাসকের পর এবার জেলা সভাপতির পদও খোয়ালেন জিতেন্দ্র তিওয়ারি

76

আসানসোলের মেয়রপদ হাতছাড়া হবার পর এবার পশ্চিমবর্ধমানের জেলা সভাপতি পদও হাতছাড়া হল জিতেন্দ্র তিওয়ারির। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল অপূর্ব মুখোপাধ্যায়কে। ইস্তফাপত্র ফিরিয়ে নেননি বলেই দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন জিতেন্দ্র। তিনি আরও জানিয়েছেন, ‘দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করব। এই জেলাতে ৯-০ যাতে হয় তার জন্য আমার যা যা করণীয় সবটাই করব। দিদির সৈনিকের চেয়ে বড় পদের দরকার নেই। যাঁদেরকে পদ দেওয়া হয়েছে তাঁরা সিনিয়র। তাঁদের পদের মধ্যেই আমি আমার পদ খুঁজে পাই।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তিনি পদ ছাড়তে পারেন, এই আশঙ্কা করে তাঁর একাধিক অনুগামীও ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে ১৭ ডিসেম্বর দুপুরে পুরনিগমের মুখোমুখি ভবনে মিনিট পনেরো পুরকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই প্রথম ঘোষণা করেন ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা। পরে দলও ছাড়েন। সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন তিনি। পরবর্তীতে কলকাতায় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জানান, তিনি দিদিকে দুঃখ দিতে পারবেন না। তাই জল্পনার অবসান ঘটিয়ে থেকে যান তৃণমূলেই।