১৫ই আগস্টের পর বিধানসভা নির্বাচন?জানুন

১৫ই আগস্টের পর বিধানসভা নির্বাচন!
সপ্তদশ লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে।তার পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে।জম্মু-কাশ্মীরেও লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট বলে মনে করা হয়েছিল।কিন্তু তা হয়নি।আগামী ১৫ই পর বিধানসভা ভোট হতে পারে জম্মুও কাশ্মীরে।

সূত্রের খবর,১লা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে।যা চলবে আগামী ৪৬ দিন।১৫ই আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে।এরপর বিধানসভা ভোটের দামামা বাজবে জম্মু-কাশ্মীরে।

একমুহূর্তে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন জারি হয়েছে।২০১৮সালে ডিসেম্বরে রাজ্যে কেন্দ্রীয় শাসনের মেয়াদ আরোও ছয়মাস বাড়ানো হয়েছে।যার মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১শে জুন।জানা গেছে,সেই মেয়াদ আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, মেহবুবা মুফতির সরকারের উপর থেকে বিজেপি সমর্থন তুলে নেবার পর কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে জম্মু ও কাশ্মীরে।