ইদ্রিস আলী ও ঊমা সরেনের পরিবর্তে আসছে এই দুই নতুন মুখ! দেখুন…

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষনা হয়ে গিয়েছে ইতিমধ্যে।মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস।তার আগেই কে প্রার্থী তালিকায় থাকবেন ?আর কে ই বা বাদ যাবেন?সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।মঙ্গলবার দুপুরে কালীঘাটের বাড়িতে লোকসভা নির্বাচন কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।গতকাল অর্থাৎ সোমবার গতবারের লোকসভা নির্বাচনে জয়ী সাংসদকে নবান্নে ডেকেছিলেন তৃণমূল নেত্রী।সূত্রের খবর,ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন ,বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ইদ্রিস আলীকে এবার প্রার্থী করছে না তৃণমূল,সূত্রের মারফত্ এমনটাই জানা যাচ্ছে।তাহলে ওই দুই লোকসভা কেন্দ্রে কারা প্রার্থী হচ্ছেন?তৃণমূলের অন্দর সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন বীরবাহা হাঁসদা।বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন ডাঃ ফ.হালিম।

ডাঃ ফ.হালিম ও বীরবাহা হাসদা

প্রসঙ্গত,২০১৪ লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উমা সরেন।সিপিএমের দাপুটে নেতা পুলিন বিহারী কে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন উমা সরেন।বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়েছিলেন ইদ্রিস আলী।তিনি সিপিএমের নুরুল হুডাকে হারিয়ে ওই কেন্দ্রটি দখল করেছিলেন।