‘১ জুন থেকে কৃষকদের একর পিছু ১০ হাজার টাকা’, হুগলির সভায় বললেন অভিষেক

134

চাঁপাদানি,৭ই এপ্রিল: ১লা জুন থেকে কৃষকদের একর পিছু ১০ হাজার টাকা দেওয়া হবে। বুধবার হুগলির চাঁপাদানিতে নির্বাচনী জনসভায় একথা বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বাংলার তৃণমূল (TMC) সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে। বাংলার ছাত্রছাত্রীরা তা থেকে কোনও শর্ত ছাড়া ১০ লক্ষ টাকার লোন পাবে। বিজেপি (BJP) অভিযোগ করছে দিদির সরকার নাকি প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধির টাকা বাংলার কৃষকদের পেতে দিচ্ছে না। কিন্তু আমরা প্রতি বছর একর প্রতি ৫ হাজার টাকা করে দিই। বিজেপি সরকার বাংলা থেকে প্রতি বছর ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। ২রা মে আবার তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে। ১লা জুন থেকে দিল্লির সরকারের কোনও প্রকল্প আর লাগবে না। ১লা জুন থেকে একর পিছু ১০ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের। বহিরাগত নেতারা কোটি কোটি টাকার মালিক হয়ে কৃষকদের ৬ হাজার টাকা দেবে বলছে। প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ও মহিলাদের ৫০০ টাকা করে হাতখরচ দেওয়া হবে। মমতা যা বলেন, তাই করে দেখান।’