“লকেট সুন্দরী কোথায়?” কর্মীসভা থেকে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রীর, পাল্টা জবাব লকেটের-ও

145

 

করোনা আবহ কমতেই একের পর এক কর্মীসভা রাজ্যজুড়ে, আর সেই সভা থেকে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি যেন থামছেই না। সোমবারের সপ্তগ্রামের কর্মীসভায় রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তের বিস্ফোরক মন্তব্য এমনই এক কর্মীসভার উদাহরণ হয়ে থাকল। যেখানে রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত নিজেকে “মস্তান” বলেন সাথে ওই সভায় বলেন,-“একুশে নির্বাচনে জেতার পর দু’দিক দিয়ে পেটানো হবে। একদিকে সিপিএম-বিজেপিকে, অন্য দিকে দলের মধ্যে যারা বিশ্বাসঘাতকতা করছে তাদের।” লকেট চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তপন দাশগুপ্ত, তিনি বলেন,- “করোনার সময়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯২ দিন ধরে রাস্তায় রয়েছেন। আমিও আমার বিধানসভায় রাস্তায় রয়েছি। কিন্তু লকেট সুন্দরী কোথায়?”

আর শাসক দলের মন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবার পাল্টা আক্রমণ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় মন্ত্রীর মন্তব্যে বলেন, “একুশে ভোটের পর তৃণমূলের সরকার উল্টে যাবে। তারপর জনগণ ওদের চার দিক দিয়ে মারবে।” তিনি আরো বলেন, “তৃণমূলের নেতারা যে মহিলাদের সম্মান দিতে পারেন না এ কথা গোটা দুনিয়া জানে। গোটা হুগলি জেলাজুড়েই তৃণমূলের মধ্যে দাবানল লেগে গেছে। তাই নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে। রোজ কোন্দল প্রকাশ্যে আসছে। মস্তান, তোলাবাজদের স্থানই যে তৃণমূলে তা আরও একবার প্রমাণ হয়ে গেল তপন দাশগুপ্তর মন্তব্যে।”

লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল এমনিতেই শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনও, সেই নির্বাচনের আগে মানুষের জন্য কাজ না করে এমন কাদা ছড়াছুড়ির রাজনীতি ভোটবাক্সে প্রভাব ফেলবে না তো? উত্তর দেবে সময়।