আমার শরীরে হাত দেয়, গালি গালাজ করে, জুতা ছুড়ে মারে

85

একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। সেমতই গতকাল কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারে যান তিনি। এবং ঠাকুরপুকুরে গিয়ে বাধার মুখে পরতে হয় পায়েল সরকারকে। এরপরেই বিজেপি-র তরফে অভিযোগ করা হয়, ওই এলাকায় প্রচার চালাতে দেওয়া হবে না বলে তাদের হুমকি দেওয়া হয়। তৃণমূল কর্মীদের মারধরে প্রচারে আসা বেশকিছু মহিলা কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করে বিজেপি। তবে পায়েলের মন্তব্য, আমরা প্রচার করছিলাম। ২৭৬ নম্বর বুথে যখনই প্রবেশ করি, তখন আমাদের ছেলে-মেয়েদের ওপর আক্রমণ করে এবং মারধর করতে থাকে। দুঃখজনক বিষয় হলো ওরা মহিলাদেরও ছাড়েনি। ওখানে কিছু পুলিশ উপস্থিত ছিল তাদেরকে ফোর্স পাঠানোর অনুরোধ করি, কিন্তু তারা পাঠায়নি। আমাদের ছেলে-মেয়েরা ওখানে মার খেয়েছে।’ তিনি আরও জানান, থানায় যাওয়ার পর আমার গায়ে হাত দেয়, গালাগালা করে, জুতা ছুড়ে মারে। আমি বুঝতে পারছি না, এরকম শক্ত একটি গেট থানার সামনে। তারপরও সেটা ভেদ করে কীভাবে থানায় প্রবেশ করলো। তাছাড়া আমি যখন বাইরে ছিলাম তখনো আমাকে গালাগাল করা হয়। এবিষয়ে ট্যুইটারে সরব হয়ে পায়েল লেখেন, ‘বেহালা পূর্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এদিন তৃণমূলের গুণ্ডাগিরির বিরুদ্ধে সরব হয়েছিলেন।২ মে গোটা বাংলা এই গুণ্ডারাজের বিরুদ্ধে সরব হবে।‘

এদিক, পায়েল নাটক করছেন বলে এদিন কটাক্ষ করেছেন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এতদিন এই এলাকায় ভোট প্রচার চলেছে কোথাও কিছু হয়নি। হঠাৎ ভোটের আগে এই অভিযোগের কোনও সারবত্তা কেন। উলটে আমাদের কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়ে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। তাঁদের প্রেসক্রিপশন নিয়ে এসেছি। সেই অনুযায়ী অভিযোগ জানাব।