জিও, অর জিনে দো: সিভি আনন্দ বোস

হাওড়ার পর রামনবমীর আঁচ ছড়িয়ে পড়েছে হুগলি জেলার রিষড়াতেও। রামনবমীর শোভাযাত্রা ঘিরে রিষড়াতে রবিবার বিকেল থেকে অশান্তি ছড়ায়। ইট বৃষ্টি হতে থাকে, জ্বলতে থাকে আগুন। এবার সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই মঙ্গলবার ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপাল তাঁর উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরেই, সোজা রিষড়ায় উপস্থিত হন। আর সেখান থেকেই দুষ্কৃতীদের উদ্দেশ্যে দেন কড়া বার্তা। তিনি জানান, ‘জিও, অর জিনে দো’। কথা বলেন, কমিশনার অফ পুলিশের সঙ্গেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘অপরাধীরা গরাদের ভিতরে যাবে’। এখানেই থামেননি তিনি। আরও জানান, ‘পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা। যারা শান্তি ভঙ্গ করেছে, তাদের বরদাস্ত করা হবে না। বাংলায় দীর্ঘদিন ধরে রাজনীতির অপরাধীকরণ চলছে। এর শেষ হওয়া প্রয়োজন’।

রামনবমীর শোভাযাত্রা ঘিরে গত কয়েক দিন ধরে চলা অশান্তির সমস্ত খবরই রাজভবনের গেট পেরিয়ে ঢুকেছে রাজ্যপালের কানে। রাজ্যের সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে কেউই ছাড়া পাবে না বলে জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, ‘সকলকে একসঙ্গে হয়ে নৈরাজ্যকে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করা হচ্ছে। একইভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। প্রতিষ্ঠিত হবে শান্তি’।

প্রসঙ্গত, হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই সময়ও কড়া বিবৃতি দেওয়া হয়েছিল রাজভবনের তরফে। হাওড়া পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মধ্যে কথাও হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুষ্কৃতীদের পরিবারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যপাল।