নিজের গাড়ির কাঁচ কি নিজেই ভেঙেছেন লকেট? নাকি অন্য কাহিনি? বিস্তারিত পড়ুন…

93

আজ ছিল রাজ্যে চতুর্থ দফার নির্বাচন, সেমতই এদিন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কেন্দ্র চুঁচুড়াতেও হয় ভোটগ্রহন কর্মসূচী। এবং নিজের কেন্দ্রের ভোটগ্রহনের দিন আক্রান্ত হলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীর অভিযোগ, চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে খবর পেয়ে দ্রুত বুথে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায় । সেখানে ইভিএমের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের এক মহিলা কর্মী। তাঁকে হাতেনাতে ধরতেই তাঁকে ঘেরাও করে ফেলেন স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এমনকী তাঁকে ও তাঁর দলের কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি । সেই সময়ই লকেটকে লক্ষ করে ছোড়া ইটের আঘাতে লকেটের গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী । এরপরেই একটি ভিডিয়ো প্রকাশ্যে আনে শাসক দল । তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয় ওই ঘটনার ভিডিয়ো । সেখানে দেখা যাচ্ছে, বিক্ষোভে মাঝে পড়া লকেটের গাড়ির কাচ বাইরে থেকে কোনও ইট এসে ভাঙেনি । আচমকা গাড়ির কাচটি ভেঙে পড়ে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইন্ডিপেন্ডেন্ট ২৪x৭। এদিকে, তৃনমূলের তরফে বিস্ফোরক অভিযোগ করে জানানো হয়েছে, নিজেই নিজের গাড়ি ভেঙেছেন বিজেপি প্রার্থী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবং সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে লকেট চ্যাটার্জি হেরে যাওয়ার ভয়ে নিজেরই দলের লোকেদের দিয়ে নিজের এবং সংবাদকর্মীদের গাড়ি ভাঙচুর করালেন।

এদিকে তৃনমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেছেন, “বাংলার এক কন্যা সবাইকে আক্রমণ করছে । আমি যদি আমার গাড়ির কাচ নিজেই ভেঙে থাকি, তাহলে বাকি দুটি সংবাদমাধ্যমের গাড়ি কে ভাঙল ? আপনারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমও কি নিজেরাই তাদের গাড়ি ভাঙল? তবে ৷ গোটা ঘটনা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে বাংলার মানুষের মনে।