করোনার প্রকোপে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে দাঁড়াল তল্লিগুড়ির যুবসমাজ

120

করোনা ভাইরাস এর সংক্রমণ রুখতে সারা দেশব্যাপী লকডাউন এর সিদ্ধান্তে দিনমুজুরসহ আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবন ক্রমে দুর্বিষহ হয়ে উঠছে। এই দুর্যোগে কোচবিহার জেলার তল্লিগুড়ি গ্রামের কয়েকজন উদ্যোগী যুবক এলাকার দুস্থ এবং অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে সাহায্য স্বরূপ নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন সাবান, তেল, সয়াবিন, বিস্কুট, চাল, ডাল পৌঁছে দেন। উদ্যোগী যুবকদের মধ্যে অমিত দাস কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শিক্ষক বিজন কুমার দাস সহ সকলের প্রতি যারা এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেছেন। এলাকার বিশিষ্ট শিক্ষক ফণীভূষণ সাহা বলেন “আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এই উদ্যোগ আমার কাছে গর্বের “।