প্রায় ৮ বছর পড় শহরের রাস্তায় দোতলা বাস! শিলমোহর দিল পরিবহণ সংস্থা

121

 

প্রায় ৮ বছর পড় শহরের রাস্তায় দোতলা বাস দেখতে পাবেন কোচবিহারের মানুষ। এমনটাই আজ জানিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। যাত্রী পরিবহনের যোগ করা হল দোতলা বাস। 

প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে কোচবিহারের রাস্তায় চালু হয় দোতলা বাস, কিন্তু ২০১২ সালের পর থেকে বন্ধ করে দেওয়া হয় এই পরিষেবা। মাঝে পর্যটন ক্ষেত্রকে লাভজনক করতে ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ ট্যুরে কোচবিহার থেকে লাটাগুড়ি এবং বক্সা পরিক্রমার জন্য চালু হয়েছিল এই দোতলা বাস। রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচের কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয়েছিল দোতলা বাস পরিষেবা, জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিক। পরে ওই প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে রাস্তায় না নামার ফলে রোদ-বৃষ্টিতে নষ্ট হতে বসেছিল বাসগুলি, তবে এবার তারা আবার বহাল তবিয়তে নামবে রাস্তায়, দায়িত্ব নেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ”নভেম্বর মাস থেকে দোতলা বাস চালানো হবে। তবে কোন রুটে এবং কীভাবে এই বাস চালানো হবে তা এখনও ঠিক হয়নি।” 

দীর্ঘ ৮ বছর পড় স্বীকৃতি পেল কোচবিহারের মানুষের আবেদন। ভালোবাসার, আবেগের এই আবেদনের মূল্য এদিন দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।