মাস্ক নেই! শাড়ির কাপড় মুখে বেঁধে নিন- মুখ্যমন্ত্রী

45

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।পশ্চিমবঙ্গে এই মূহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯।আজ,মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮।এদিন মুখ্যমন্ত্রী বলেন,মঙ্গলবার বেলা ১২ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৬৯।রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু ৫।

এদিন মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য:

*কাল থেকে চালু ফুলবাজার।
* কোনও দল রেশনের সামগ্রী দিতে পারবে না।

*কিষানমান্ডি খোলা থাকবে।
* কৃষকদের বাজারে ফুল আনার অনুমতি দেওয়া হল।বৃহস্পতিবার থেকে বাজারে ফুল আনা যাবে।

* বিড়ি শ্রমিকরা দূরত্ব মেনে কাজ করুন।

*মাস্ক নেই তো কি হয়েছে,শারির কাপড় মুখে বেঁধে নিন।

*আক্রান্ত ৬০ জন একই পরিবারের।

*মানুষকে ভুল বোঝানো হচ্ছে।কয়েকটি রাজনৈতিক দল ভুল বোঝাচ্ছে।

* করোনা মোকাবিলায় রাজ্যে কমিটি গঠন করে হয়েছে।রাজ্যের কমিটির নেতৃত্বে নবেলজয়ী।