রাজনীতি ভুলে করোনা মোকাবিলায় মমতার পাশে বিমান ও সূর্যরা

146
গ্রাফিক্সে - সৌরভ দত্ত

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে,বাড়ছে মৃত্যুর সংখ্যাও।সেই তুলনায় রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বস্তির।বর্তমানে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৯।মৃত্যু হয়েছে ৫ জনের।আজ,মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিকে,করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থেকে লড়াই করার বার্তা দিল বাম প্রতিনিধিরা।উল্লেখ,মঙ্গলবার বিমান বসুর বামফ্রন্ট চেয়ারম্যান বিমানবসুর নেতৃত্বাধীন ১০ জনের প্রতিনিধি দল দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।

সূত্রের খবর,রাজ্যের নানা জায়গায় থেকে যে সব সমস্যার অভিযোগ আসছে,তা নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।গতকাল মুখ্যমন্ত্রীর সম্মতির কথা নবান্ন তরফে জানানো হয়।সেইমতো আজ,মঙ্গল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন বিমান-সূর্যরা।

এদিন বৈঠকে বামেদের তরফে জানানো হয়,হ্যান্ড স্যানিটাইজার মাস্কের ঘাটতি রয়েছে।তারপর বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।মূল্যবৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান বিমান-সূর্যরা।এদিন বাম প্রতিনিধিরা জানিয়েছেন,করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাঁদের যদি কোনও সহায়তার দরকার হয়,তারা তা করতে রাজি।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র,সহ প্রমুখ নেতৃত্বরা।