দেশের চারের মধ্যে জায়গা পেয়ে জাপানে যাচ্ছে বীরভূমের হিমাদ্রি শেখর

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণারত হিমাদ্রিশেখর সারা পৃথিবীর মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়ে জাপানে যাচ্ছে গবেষণা করতে। শুধু তাই নয় ভারত থেকে মাত্র যে ৪জন ছাত্র এই স্কলারশিপ পাবে, তার মধ্যে একজন হল বীরভূমের হিমাদ্রি। এবার তিনি জাপান সোসাইটি ফর প্রোমোশন অব সায়েন্স (জেএসপিএস) পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়েছেন।

হিমাদ্রির গবেষণার বিষয় ‘ডেভেলপমেন্ট অব মোলকুলার সেনসরস্ ফর ডিফারেন্ট ডিজিজেস অ্যান্ড ডেভেলপমেন্ট অব ফোটোওভারভিবল মোলকুলার ফর স্মল মোলকুল-প্রোটিন ইঞ্জিনিয়ারিং।
জাপান যাওয়ার আগে শনিবার তাঁকে সংবর্ধিত করল বীরভূমের এসএফআই। হিমাদ্রিশেখর সরকার এসএফআই বীরভূম জেলা  সম্পাদকমন্ডলীর সদস্য ও বোলপুর লোকাল কমিটির সম্পাদক।

জানা যাচ্ছে হাইপক্সিয়ার মত বহুচর্চিত রোগ কেন হয় তা ছিল সকলের অজানা। চিকিৎসকরা উপসর্গ দেখে চিকিৎসা করতেন। বছরখানেক আগে বিশ্বভারতীর একদল বিজ্ঞানী গবেষণা করে এই রোগ কেন হয় তা আবিষ্কার করেন। সেই গবেষণা দলের অন্যতম সদস্য ছিলেন হিমাদ্রিশেখর।