‘খেলা শুরু করলাম, কেউ ক্লান্ত নন’ বিজেপিকে টেক্কা দিতে মাঠে নামলেন অনুব্রত

103

অনুব্রত মন্ডল, যার কথায় বাঘে-গরুতে একঘাটে জল খায়। সেই অনুব্রত মন্ডল অবশেষে খেলা শুরু করে দিলেন। সিউড়িতে দলীয় বৈঠক শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি জানান, খেলা শুরু করলাম, ফাইনাল আমরাই জিতব । এখানে সব খেলোয়াড় আছে। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দুই বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুনীল সিংহ । এই প্রসঙ্গে অনুব্রত বলেন, ভালো ও কাজের মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই দেখা করতে চান । এরপরই বিজেপিকে তোপ দেগে বলেন, “খেলা শুরু করলাম । চ্যাম্পিয়ন হব । এখানে সব খেলোয়াড় আছেন । কেউ ক্লান্ত নন ।

এদিকে, একুশের নির্বাচনে জয় ছিনিয়ে আনতে অনুব্রত মন্ডলের গড় দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। তাই শুধু অমিত শাহ নয়! যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিং, স্মৃতি ইরানী, কৈলাশ বিজয়বর্গীয়কে নিয়ে পর পর সভা করার কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষেরা। মূলত, ১০ তারিখ থেকে শুরু হচ্ছে একের পর এক বিজেপির হেভিওয়েট নেতাদের সভা। ১০ ফেব্রুয়ারি মল্লারপুরে সভা করবেন রাজনাথ সিং। একই দিনে সাঁইথিয়ায় সভা কৈলাশ বিজয়বর্গীয়ের। তারপর ১২ ফেব্রুয়ারি আবার দুবরাজপুরে সভা করবেন স্মৃতি ইরানী। তারপরে ১৩ ফেব্রুয়ারি কীর্ণাহারে কর্মিসভা করবেন যোগী আদিত্যনাথ।