একা অমিত শাহকে দিয়ে হবে না! অনুব্রতকে রুখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি

181

একুশের নির্বাচন বীরভূমে তাদের শক্তিবৃদ্ধি হলেও শক্তিক্ষয় একদমই হবে না, তা তৃনমূল ভালো করেই জানে, কারন সেখানে অতন্দ্রী প্রহরীর মতন বসে আছেন অনুব্রত মন্ডল। তবে এবার এই অনুব্রত মন্ডলের গড় দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। তাই একা অমিত শাহতে হবে না! যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিং, স্মৃতি ইরানী, কৈলাশ বিজয়বর্গীয়কে নিয়ে পর পর সভা করার কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষেরা। মূলত, ১০ তারিখ থেকে শুরু হচ্ছে একের পর এক বিজেপির হেভিওয়েট নেতাদের সভা। ১০ ফেব্রুয়ারি মল্লারপুরে সভা করবেন রাজনাথ সিং। একই দিনে সাঁইথিয়ায় সভা কৈলাশ বিজয়বর্গীয়ের। তারপর ১২ ফেব্রুয়ারি আবার দুবরাজপুরে সভা করবেন স্মৃতি ইরানী। তারপরে ১৩ ফেব্রুয়ারি কীর্ণাহারে কর্মিসভা করবেন যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, লোকসভা ভোটে বীরভূমে বিজেপির ভোট বেড়েছে। সাংগঠনিক রিপোর্ড পাওয়ার পরেই নড়েচড়ে বসেন শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ নিজে বীরভূমে প্রচারে গিয়েছেন। বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বোলপুরে রোড শো করে শক্তি প্রদর্শন করেছেন তিনি। থেমে থাকেননি কেষ্টও পাল্টা মাননীয়াকে এনে পথসভা করে শক্তি প্রদর্শন করেছেন অনুব্রত। কারন বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনিও।