লোকসভার আগে মমতার চাপ বাড়াতে মুকুলের এই নয়া পদক্ষেপ!

দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন।রাজনৈতিক দলগুলো নিজেদের প্রস্তুত করছে। আগামী ১৯ শে জানুয়ারি ব্রিগেডে জনসমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।আর এসবের মাঝেই উনিশের গোড়ায় বিস্ফোরক ঘটাতে পারেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা বর্তমানে তিনি বিজেপি নেতা মুকুল রায়।তবে তিনি রাজনীতির পাশাপাশি এবার কলমটা ও হাতে তুলে নিলেন।রাজনৈতিক জীবনের নানান ছোটো বড় ঘটনা নিয়ে এবার লিখে ফেললেন এক বই ‘আমি মুকুল বলছি’।জানা গেছে, লোকসভা নির্বাচনের আগেই বাজারে আসতে চলেছে মুকুলের আত্মজীবনী মুলক বইটি।যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয় জোর জল্পনা।এই প্রসঙ্গে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে ,মুকুল রায় তাঁর বই প্রকাশের কথা স্বীকার করে নিয়েছেন।

প্রসঙ্গত,২০০৪ সালে লোকসভা নির্বাচনে একটি আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল। দক্ষিণ কলকাতা থেকে একা মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। ২০০৬-এ বিধায়ক সংখ্যা নেমে দাঁড়ায় ৩০-এ। উল্টোদিকে ২৩৫ আসনের বামফ্রন্ট। তারপর তৃণমূলের ঘুরে দাঁড়ানোর পর্বে মুকুলই ছিলেন আজকের শাসক দলের দ্বিতীয় ব্যক্তি। বাংলায় সরকার গড়ার পর প্রথম দু’বছর দিদি শুধু তাঁর পরামর্শে দল চালাতেন তা নয়, পুলিশ ও প্রশাসনিক ব্যাপারেও ছরি ঘোরাতেন মুকুলবাবু। ফলে তৃণমূলের কলসীর খবর জানেন মুকুলবাবু। বিজেপি নেতারা আশা করছেন, বইতে যা থাকবে তাতে শাসক দলের অস্বস্তি বাড়বে বইকি!