চূড়ান্ত হয়ে গিয়েছে পুরভোটের প্রার্থী তালিকা, কে হচ্ছেন বিজেপির প্রজেক্টেড মেয়র?

64

পুরভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। মূলত, আগামী এপ্রিল মাস পুরভোট চায় রাজ্যের শাসক দল। সেদিক দিয়ে তাকিয়ে আদাজল খেয়ে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। কারন বিধানসভা ভোটের আগে এই পুরসভা ভোট বিজেপির কাছে মোস্ট চ্যালেঞ্জিং । কারন পুর ভোটই নির্ভর করবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের ভবিতব্য। সেজন্যই ইতিমধ্যেই কলকাতা সহ বাকি পুরসভার প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে তারা। এবিষয়ে সায়ন্তন জানিয়েছেন, খসড়া তৈরি। এবার বাছাইয়ের পালা। তবে, ১৪৪টি ওয়ার্ডে কারা লড়বেন তা মোটের ওপর চূড়ান্ত। তবে, এখনই কাউকে মেয়র পদপ্রার্থী করে ভোটে যেতে চায় না দল। তিনি আরও জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা রণকৌশল থাকবে। হবে আলাদা ইশতেহার। ৫ বছর আগে তৃণমূলের দেওয়া সব প্রতিশ্রুতি ধরে ধরে পর্যালোচনা করে হবে বাসিন্দাদের দরজায় দরজায়।