১ কোটি ছেলে মেয়েকে আমরা কর্মসংস্থান করে দিয়েছি, ফালাকাটার জনসভা থেকে বললেন মুখ্যমন্ত্রী

75

আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই পাশের জেলা কোচবিহার থেকে জনসভা করেছেন নরেন্দ্র মোদি। সেখানে একাধিক বিষয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন মোদি। আর এবার ফালাকাটা থেকে সেই জবাবের উত্তর দিলেন মমতা দিদি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য :

১। আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে

২। ফালাকাটায় মাল্টি সুপার হাসপাতাল হয়েছে ।

৩। বিশ্ববিদ্যালয়, রাজবংশী অ্যাকাডেমি হয়েছে ।

৪। আলিপুরদুয়ারে আইটিআই স্টেডিয়াম হয়েছে ।

৫। কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প হয়েছে ।

৬। ৩৫ লক্ষ বাড়ি বিনেপয়সায় করে দেওয়া হয়েছে ।

৭। কৃষকদের জন্য খাজনা মুকুব হয়েছে ।

৮। জমির মিউটেশন মুকুব হয়েছে ।

৯। শস্যবিমার ব্যবস্থাও করেছে তৃনমূল সরকার।

এরপরই বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে মমতা দিদি বলেন,

১০। নোটবন্দীর নামে টাকা লুঠ করেছে মোদী সরকার এবং সেই টাকা নিয়ে ক্যডারদের রাস্তায় নামিয়ে ভোট চাইছে তাঁরা

১১। বিজেপি টাকা ছড়িয়ে মিছিলে লোক নিয়ে যাচ্ছে ।

১২। আসলে মোদীবাবু জনগনের জন্য কিচ্ছু করেনি।

১৩। ওরা ২ কোটি ছেলে মেয়েকে বেকার করেছে । কিন্তু আমরা ১ কোটি ছেলে মেয়েকে কর্মসংস্থান দিয়েছি

 

১৪। ওরা এনআরসির নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে ।

১৫। বিজেপি বলেছে অসমের পর বাংলায় এনআরসি হবে, কিন্তু আমারা করতে দেব না ।

১৬। মোদীবাবুদের সংস্কৃতির নামে দাঙ্গা

১৭। এমনকি তঁরাই- ডুয়ার্সে দাঙ্গাকারিকে প্রার্থী করেছে ।

১৮ । জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি শেম শেম

১৯ । আপনারা যতি চমকাবেন তইত আমি চমক দেব

২০। ২০১৯ বিজেপি ফিনিস । বিজেপি হাঁটাও দেশ বাচাও