‘বাংলা লুঠছে পিসি ও ভাইপো’- কোচবিহারে বললেন মোদি

55

১৯শের ভোটযুদ্ধে বিজেপির পাখির চোখ যে বাংলা তা কারও অজানা নয় এই মুহূর্তে । তাঁর প্রমান স্বয়ং নরেন্দ্র মোদি। কারন গত পাঁচদিনে দুবার রাজ্যে এলেন তিনি। আজ কোচবিহারের রাসমেলা মাঠে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা সারলেন তিনি। দীর্ঘ ৩০ বছর পর কোচবিহারে এলেন প্রধানমন্ত্রী। তাই মোদির সভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। রবিবার সকাল পৌনে ১১টায় রাসমেলা ময়দানে জনসভায় যোগ দেন তিনি। দিল্লি থেকে আকাশপথে হাসিমারা এয়ার ফোর্স গ্রাউন্ডে নামেন। তারপর সেখান থেকে কোচবিহার বিমানবন্দর হয়ে সোজা সভায় যান প্রধানমন্ত্রী ।

উল্লেখ্যে,জনসভায় শুরু থেকে তৃণমূল নেত্রীকে নিশানা করেন তিনি। বলেন,তাঁর প্রতি বাংলার মানুষের সমর্থন দেখে ‘দিদি ভয় পেয়েছেন। তাই নির্বাচন কমিশনের উপর রাগ দেখাচ্ছেন’। তারপরই মমতার প্রতি ব্যক্তি আক্রমণের সুর তুলে মোদি জানান, সারদা, নারদ ও রোজভ্যালির প্রসঙ্গ তুলে পিসি-ভাইপোর জুটি বাংলাকে লুঠছে । সাথেই মুখ্যমন্ত্রীকে আবারও রাজ্যের উন্নয়নের স্পিড ব্রেকার বলে কটাক্ষ করেন তিনি। ত্রিপুরার বাম সরকারের সঙ্গে বর্তমান রাজ্য সরকারের তুলনা করে মোদি বলেন, ত্রিপুরার মানুষ পরিবর্তন চেয়েছিল। তাঁরা বিজেপির উপর ভরসা করেছেন। বাংলার মানুষের প্রতিও একই আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যে সপ্তম বেতন কমিশন কেন লাগু হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। কেন পরীক্ষায় পাশ করেও চাকরি হচ্ছে না? মুখ্যমন্ত্রীর কাছে এইসব প্রশ্নের জবাব চান মোদি। এই সভা থেকেও ফের চৌকিদারের আওয়াজ তোলেন তিনি।