উত্তরবঙ্গের ফালাকাটায় করোনা ভাইরাসের ছায়া? আতঙ্কে শহরবাসী

546

সৌরভ দত্তঃ  বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস । এ ভাইরাস সংক্রমিত হওয়া দেশের সংখ্যা এখন পর্যন্ত ৯৭টি। যার মধ্যে রয়েছে ভারতও । কিন্তু এখনও এর কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়াই আতঙ্কিত গোটা বিশ্ব । মূলত বর্তমান সময়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সরকারিভাবে বেড়ে হয়েছে ৩৩ । প্রসঙ্গত, ডিসেম্বর থেকে চিনের ইউহান প্রদেশে করোনা সংক্রমণ শুরুর প্রথম ঘটনা পাওয়া যায় ৷ ৯৭ টি দেশে ১০২১৮০ জন আক্রান্ত ৷ যার মধ্যে শুধুমাত্র চিনেই ৮০.৬৫১ জন রয়েছে ৷ শুক্রবার যে নতুন ৯৯ টি মামলা এসেছে তার মধ্যে ২৫ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৷ এই মৃত্যু হয়েছে হুবেই ও ইউহান প্রদেশে।

এদিকে করোনা আতঙ্কে ছায়া এসে পড়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে? অসমর্থিত সূত্র মারফত খবর, আজ দুপুররের দিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে এক রোগীকে ফালাকাটা সুপার স্পেসালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এবং তাকে হাসপাতালের তরফে রক্ত পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয় । তারপর থেকে আতঙ্ক ছড়িয়ে পরে গোটা হাসপাতাল চত্বরে। সূত্র মারফত আরও জানা গিয়েছে আতঙ্কের ভয়ে সেই রোগীকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে, এবং হাসপাতাল যারা প্রবেশ করছেন তাদেরকে মুখে মাস্ক পরিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করানো হচ্ছে ।

কিন্তু এবিষয়ে হাসপাতালের কেউই মুখ খুলতে নারাজ। তবে সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন এই প্রসঙ্গে আমাকে মুখ খুলতে বারন করা হয়েছে । তবে এদিকে হেলথ ডিপার্টমেন্ট ডেপুটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দেখুন এটা একদমই ভিত্তিহীন আতঙ্ক। করোনা নিয়ে আতঙ্ক করার কোন কারনই নেই । স্বাস্থ্য দপ্তরের তরফে নজরদারি করা হচ্ছে । শুধু এসময় একটু সচেতন থাকা দরকার মানুষদের। রাজ্য সরকারের তরফে যেই নির্দেশিকা পাঠানো হয়েছে তা মেনে চলুক জনগণ। তাহলে আর আতঙ্ক সৃষ্টি হবে না জনমানবে । তবে রোগীর রক্ত পরীক্ষার বিষয়টি একদম গুজব বলে তুলে ধরেছেন তিনি । কিন্তু রোগীর আলাদা ঘর নিয়ে ডেপুটি অফিসারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই কথাটি সত্য, কারন যাদের এই রোগ হতে পারে তাদের জন্যই এই ঘরের ব্যবস্থা করা হয়েছে । মূলত এই রোগের জন্য যেই রোগীদের প্রতি সন্দেহ হচ্ছে বা হবে তাদের এই ঘরে রাখা হবে । এবং তাদের পরীক্ষা করা হবে । পরীক্ষার রেজাল্ট নেগেটিভ বেরলে তাদের ছেড়ে দেওয়া হবে ।