করোনার নয়া স্ট্রেন ল্যামডা কতটা ভয়ানক? কীভাবে হামলা চালাতে পারে এই প্রজাতি

212

করোনর নতুন একটি প্রজাতি নিয়ে আবারও তৈরি হয়েছে আতঙ্ক । গত চার সপ্তাহে ৩০টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে এই ভ্যারিয়েন্ট। ডেল্টার চেয়েও বিপজ্জনক বলে সতর্ক করেছে আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছর ডিসেম্বরের দিকে লাতিন আমেরিকর দেশ পেরুতে ল্যামডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। পেরুতে গত মে থেকে জুনে ৮২ শতাংশ মানুষ ল্যামডায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী চিলিতে এই হার এক-তৃতীয়াংশ। এটি ইঙ্গিত দেয়,করোনাভাইরাসের মূল স্ট্রেইনের চেয়ে এটি বেশি সংক্রামক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে এখনও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ক্যাটাগরিতে রেখেছে। অন্যদিকে ডেলটা, আলফা, বিটা ও গামাকে বলেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’।

এদিকে, বিশেষজ্ঞরা তথ্য পর্যালোচনা করে দেখেছে,ভারত, আমেরিকা ও ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্ট যথাক্রমে ডেল্টা,আলফা ও গামার তুলনায় ল্যামডা সম্ভবত বেশি ছোঁয়াচে। এমনকি এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকায় কার্যকর সুরক্ষা পাওয়া যাবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) ২৩ জুন ল্যামডাকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করে। তাঁরা আরও জানিয়েছেন এই ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কারণ, এটি অ্যান্টিবডির প্রাচীর ভাঙতে সক্রিয়। কারন, ডেল্টা রেডিয়েন্টের তিনটি বদল বা মিউটেশন ঘটেছে ইতিমধ্যে। ল্যাম্বডা তাকে ছাপিয়ে গিয়েছে অনেক আগে। এই ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনের সাত বার পরিবর্তন ঘটেছে। এর ফলে প্রজাতিটির পক্ষে অ্যান্টিবডি কিংবা ভ্যাকসিনকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে। তবে ভারতে এখনও পর্যন্ত ভারতে এই প্রজাতি খোঁজ মেলেনি, ভারতের প্রতিবেশী দেশগুলিতেও এটির দেখা মেলেনি। এমনকী ‌‌‌‌‌‌‌‌‌‌এশিয়ায় তেমন সাড়া ফেলেনি। এই মহাদেশের একমাত্র ইজরাইলে প্রজাতিটি সংক্রমণ ঘটিয়েছে। কিন্তু ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি থেকে আসা পর্যটকদের মাধ্যমে এখানে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়তেই পারে আশঙ্কা করা হচ্ছে।