করোনা বিধ্বস্ত ভারতের ভয় ধরাচ্ছে ভয়ঙ্কর এই ভাইরাস

91

দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও, ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৩৯৩। এরই পাশাপাশি এবার খোঁজ মিলল জিকা ভাইরাস সংক্রমণের। করোনার সঙ্গে জিকার উপস্থিতি দেশজুড়ে নতুন আশঙ্কার জন্ম নিয়েছে। সম্প্রতি মশাবাহিত এই ভাইরাসে কেরলের এক মহিল আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে । কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, প্রথমবারের মতো একজন আক্রান্ত হয়েছেন। আরও ১৩ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। তাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এরআগে গুজরাটে ২০১৬ ও ২০১৭ সালের দিকে জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়। উল্লেখ্য, জ্বর, মাথা যন্ত্রণা, শরীরের বিভিন্ন অংশে লাল চাকা চাকা দাগ নিয়ে ২৮ জুন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই মহিলা। হাসপাতালেই তার নমুনা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় জিকা ভাইরাস ধরা পড়ে। জানা গিয়েছে, এই মহিলার বাড়ি কেরলের তিরুঅনন্তপুরম জেলায়। মঙ্গলবার তিনি সন্তানের জন্ম দিয়েছেন। মূলত, মশার কামড়ের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। প্রথমে জ্বর, শরীরের বিভিন্ন অংশে র‌্যাশ, গাঁটে গাঁটে যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হলে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকে পঙ্গুও হয়ে গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় শরীরের বিভিন্ন অংশ।