বড় খবর:পরিষেবা বন্ধ করল এয়ারটেল, বিস্তারিত পড়ুন

55

জিও কে টেক্কা দিতে নতুন পরিষেবা আনতে চলেছে এয়ারটেল। অর্থাৎ খুব শীঘ্রই চালু হতে চলেছে 5g পরিষেবা। ভারতে এখন ফোরজি রমরমিয়ে চলছে ব্যবসা। জিওর সাম্রাজ্যের থাবা বসাতে গ্রাহকদের যে আরও একটা বিলক্ষণ বুঝেছেন এয়ারটেল কর্তারা আর তাই দ্রুত জুতো ইন্টারনেট পরিষেবা 5g চালু করতে চলেছে এয়ারটেল। এই পরিস্থিতিতে হরিয়ানায় পুরোপুরি থ্রিজি পরিষেবা বন্ধ করল এয়ারটেল। আর কয়েক দিনের মধ্যে গোটা দেশেই তারা 3জি পরিষেবা বন্ধ করে দেবে।3 জি পরিষেবা বন্ধ করে ৪জি নেটওয়ার্কে যোগ দিলেও কোম্পানির ২জি পরিষেবা চালু থাকবে।ফলে যেসব গ্রাহক ফিচারস ফোন ব্যবহার করেন সেই সমস্ত গ্রাহকের 3জি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে এয়ারটেল নেটওয়ার্ক পরিষেবা ব্যবহারে অসুবিধা হবে না।