সরকার চায় নিজেরাই খরচ করবে,নিজেরাই হিসেব দেখবে, মুকুল রায়ের নাম ঘোষণা হতেই শোরগোল বিজেপির

47

বি‌ধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায় । এদিন মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। এদিকে মুকুল রায়ের নাম ঘোষণা হওয়া মাত্রই ওয়াক আউট বিজেপি। তাঁদের দাবি, রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় কিন্তু বিরোধীদের কথায় কোন গুরুত্ব দেননি অধ্যক্ষ। এদিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিজেপির কোনও সদস্য বা সদস্যা মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। অডিয়ো-ভিডিয়ো সবাই দেখেছেন। আমাদের অশোক লাহিড়ীর নাম পাঠিয়েছিলেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সেটা প্রত্যাখ্যাত হয়েছে। কারণ সরকার চায় খরচ আমরা করব, হিসাব আমরা দেখব। এই সরকার ২০১৭ সাল থেকে ক্যাগের অডিট করেনি। ২০১২-১৩ সাল থেকে জিটিএ-র অডিট করেনি। খেলা-মেলায় টাকা খরচে বিরোধীরা বাধা না হতে পারে তাই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, পিএসি-র সদস্যপদে মুকুল রায়ের মনোনয়ন জমা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘নমিনেশন যে কেউ দিতে পারেন। যিনি জমা দিয়েছেন, মুকুল রায়, তিনি তো বিজেপির মেম্বার। তাঁকে বিনয় তামাংরাও সমর্থন করবেন। ভোটাভুটি হলে হবে, দেখি কার কত ক্ষমতা। মানুষের কত ক্ষমতা দেখে নেবে বিজেপি।