নোটের বদলে ভোট মামলায় কোনও সাংসদ-বিধায়ককে রক্ষাকবচ নয়, সাফ জানাল সুপ্রিম কোর্ট

183

ভারতীয় রাজনীতিতে সাংসদ-বিধায়কদের দল বদল ও ঘোড়া কেনাবেচার পরম্পরা দীর্ঘদিনের। সম্প্রতি বিজেপির দৌলতে সেই প্রবণতা আরও বেড়েছে। এবার এই সংক্রান্ত একটি মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।

১৯৯৮ সালের এই সংক্রান্ত একটি রায়ের সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটে নোটের বদলে আইনসভায় ভোটদানে অভিযুক্ত বিধায়ক ও সাংসদের আর কোনও রক্ষাকবচ দেওয়া হবে না বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। কোনও সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন, এমন অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া যাবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ