২৪-এর মহাসংগ্রামের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, আর মাত্র দিন দশেকের অপেক্ষা

114

তৃতীয়বারের মত বাংলার সিংহাসন দখলের পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হতে চলেছে সোজা দিল্লির সিংহাসন। অর্থাৎ ২০২৪শে মোদি ও মমতার লড়াই দেখতে চলেছে দেশবাসী। যার প্রস্ততি ইতিমধ্যে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত, আগামী ১৯শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। চলবে প্রায় এক মাস, ১৩ ই আগস্ট পর্যন্ত। আর সেখানেই রনং দেহি মেজাজে দেখা যাবে তৃণমূল সাংসদদের, পাশাপাশি তাঁদের সঙ্গী হবেন বেশ কয়েকটি আঞ্চলিক দলের সাংসদেরাও। জানা গিয়েছে, এই অধিবেশনে বিরোধী শিবিরে অন্যতম সক্রিয় বিরোধীদলের ভূমিকা পালন করবে তৃণমূল। দেশজুড়ে লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাশছোঁয়া দাম ও অন্যদিকে করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থা এবং ভ্যাকসিনের অপ্রতুলতা ইস্যুতে মোদি সরকারকে ইঞ্ছিতে ইঞ্চিতে বুঝে নেবে তৃনমূলের সাংসদেরা। সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল সাংসদদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সংসদের দুই কক্ষ বিজেপি বিরোধিতায় এক চুল জমি অন্য দলকে যেন না ছাড়া হয়। কেন্দ্রীয় সরকারের কাজকর্ম এবং কেন্দ্রীয় নীতির সমালোচনা ছাড়াও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, করোনা পরিস্থিতির মোকাবিলা, করোনার টিকার ঘাটতি ও তা বন্টনে বিমাতৃসুলভ আচরণ ছাড়াও অন্যান্য ইস্যুতে মোদি সরকারকে যাতে চেপে ধরে তৃনমূলের সাংসদেরা।

এদিকে সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লি ৬ নম্বর জনপথ রোডের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সেখান থেকে পিকে জানিয়েছিলেন, কোনও ফ্রন্ট নয়, বিজেপি বিরোধী শক্তির নেতৃত্ব দেবেন মমতা ও পাওয়ার ।