গুগল পে-র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক? জানুন আসল সত্যটা কী

218

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল একটি ভাইরাল টুইট, যেখানে বলা হয়েছে, গুগল পে-র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এরপরেই ট্যুইট ঘিরে সারা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এবার এই প্রসঙ্গে মুখ খুলল, পেমেন্ট সিস্টেম অপারেটের এনপিসিআই। মূলত, দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে এনপিসিআই। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI তৈরি হয়েছে। তাঁরা জানিয়েছে, গুগল পে-কে নিষিদ্ধ ঘোষণার এরকম কোনও ফরমান জারি করেনি আরবিআই। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই খবরের কোনও সত্যতা নেই। গুগল পে-তে লেনদেন করা সুরক্ষিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনেই সেই কাজ করে থাকে কোম্পানি।

প্রসঙ্গত, গুগল পে ও রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে ট্যুইটারে শুরু হয় ট্রেন্ডিং। যেখানে #GPayBannedByRBI নামে ট্রেন্ডিং শুরু হয়। যেখানে ট্রেন্ডিংয়ের সঙ্গে একটি রিপোর্টি প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বলা হয়, গুগলের কাছে পেমেন্ট সিস্টেম অপারেটর নেই। যদিও এই ট্যুইট ট্রেন্ডিং হতেই বিবৃতি প্রকাশ করে এনপিসিআই National Payment Corporation of India । তারা জানিয়ে দেয়, গুগল পে-তে টাকার লেনদেন করা সুরক্ষিত ও নিরাপদ। যদিও ট্রেন্ডিং ঘিরে ততক্ষণে পোস্ট হয়ে গিয়েছে একাধিক মিম। যা ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি তৈরি হয় মানুষের মধ্যে।