কম দামে জিনিস দিয়ে বাজার নষ্ট! অনলাইন শপিং নিয়ে ক্ষুব্ধ মোদী সরকার

ডিজিটাল ইন্ডিয়ার প্রয়োগ মোদী সরকার শুরু করার পর থেকেই দেশবাসী অনলাইন শপিংয়ের ওপরে বেশি ভাবে জোর দিয়েছে। আর অনলাইন অ্যাপগুলিও রমরমিয়ে ব্যবসা শুরু করেছে। নতুন নতুন অনেক অ্যাপও বেরিয়েছে। কোনও অ্যাপ বাড়িতে দিয়ে যাচ্ছে খাবার, কোনও অ্যাপ পোশাক বিক্রি করছে। আবার কোনও অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক জিনিস। অর্থাৎ বাড়িতে বসেই হাতের সামনে গ্রাহকরা পেয়ে যাচ্ছে গোটা বাজার। কিন্তু এর ফলে খাদে পড়েছে সাধারণ স্থানীয় বাজারগুলি।

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনলাইনে যারা পণ্য বিক্রি করেন, তাদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, সরকার কোনওভাবেই অনলাইনের ফ্ল্যাগ সেলের বিরুদ্ধে নয়। কিন্তু বাজারের মূল্য বিকৃত করা ও প্রতারণামূলক ব্যবসা পদ্ধতিকে গ্রহণ করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার বিরুদ্ধে রয়েছে সরকার। অনলাইন অ্যাপগুলি বছরের বেশিরভাগ সময় গ্রাহক আকর্ষণের জন্য নানান সেল দিয়ে থাকে। এটি আসলে প্রতারণা ও সরাসরি বিদেশি বিনিয়োগ এমনটাই দাবি করেছেন মন্ত্রী পীযুষ গোয়েললের।

কেন্দ্রীয় মন্ত্রী নির্দিষ্ট করে দুটি বিষয়ে আপত্তি করেছেন। অনলাইনে পণ্য ডাম্পিং করা ও অপরটি প্রতারণামূলক পদ্ধতি অবলম্বন করে গ্রাহকের পছন্দের ওপর প্রভাব ফেলা। পীযূষ গোয়েল জানিয়েছেন, আমরা শুধুমাত্র ই-কমার্স নীতির আওতায় এই ধরনের জালিয়াতি বন্ধ করতে চাই। প্রসঙ্গত, পণ্য ডাম্পিং এর মাধ্যমে কম দামে অনলাইনে জিনিস বিক্রি হতে শুরু করলে তার ক্ষতিকর প্রভাব সরাসরি পড়ে দেশীয় বাজারে। কারণ এ ক্ষেত্রে দেশীয় উৎপাদন মার খায়। কারণ সাধারণ মানুষ অনলাইন প্লাটফর্ম থেকে জিনিস কিনতে মনোযোগ দেয়। তা না হলে ফলে দেশীয় শিল্পের বাজার নষ্ট হয়।