৮০ লক্ষ টাকার বেশি খরচ করে বিশ্বের সবথেকে বড় শয্যা তৈরি করলেন ব্রাজিলিয়ান এই ব্যক্তি

সম্প্রতি খবরের শিরোনামে উঠেছিলেন ব্রাজিলের এক ব্যক্তি। যিনি তাঁর ছয় স্ত্রীকে নিয়ে একই সঙ্গে একই ছাদের তলায় থাকেন। এবার তিনি তাঁর ছয় স্ত্রীকে নিয়ে একই বিছানায় ঘুমানোর জন্য ৮১.৫৪ লক্ষ টাকা খরচ করে কুড়ি ফুটের এটি বেড তৈরি করেছে। যেখানে তিনি এবং তাঁর ৬ স্ত্রী একই সঙ্গে পারবেন ঘুমোতে।

বিছানাটি ২০ ফুট বাই ৭ ফুট। অর্থার নামে এই ব্যক্তিটি তাঁর ছয় স্ত্রীকেই অত্যন্ত ভালোবাসেন। বর্তমানে তাঁর এই কাণ্ড সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এসেছে। অর্থার নামে এই ব্যক্তি জানিয়েছেন, ‘অনেক সময় আমায় ঘুমোনোর জন্য বাড়ির সোফা ব্যবহার করতে হত। অনেক সময় আমি ঘুমোনোর জন্য বাড়ির মেঝেতেও ঘুমিয়েছি। সকলের সুবিধার জন্য এবং আমি আমার স্ত্রীদের সঙ্গে ঘুমানোর জন্য এই দারুন আইডিয়াটি কাজে লাগিয়েছি’।

ওই ব্যক্তি আরও জানিয়েছেন, ‘বেশ কিছু মাসের বৈবাহিক জীবনের অভিজ্ঞতায় আমি হাঁপিয়ে উঠেছিলাম। তখন বাস্তব বুঝতে শিখেছি এবং তারপরেই বিশ্বের সবথেকে বড় শয্যার আয়োজন করি’। ব্রাজিলিয়ান আইন অনুযায়ী অর্থারের স্ত্রী একজন। কিন্তু বাস্তবে তাঁর স্ত্রী ছয় জন। অর্থারের প্রথম স্ত্রী লুনা। এর আগে অর্থারের নয় জন স্ত্রী ছিল। কিন্তু গত বছর চারজনের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়।

সম্প্রতি তিনি ৫১ বছর বয়সী মহিলা অলিন্দাকে বিয়ে করেন। সম্প্রতি শোনা গিয়েছিল যে অর্থার চান তাঁর ছয় স্ত্রী একই সঙ্গে অন্তঃসত্তা হোক। কিন্তু প্রাকৃতিক নিয়মে তা অসম্ভব। তাই সে অন্য পদ্ধতিতে এগোতে চায়। অর্থাৎ সারোগেসির মাধ্যমে তাঁর ছয় স্ত্রীকে একই সময় অন্তঃসত্ত্বা করতে চায় সে।