বিপদকে ভয় না পেয়ে মহাদেবের দর্শনের জন্য কেদারনাথে যাচ্ছেন শিব ভক্ত নরেন্দ্র মোদী

সপ্তাহ খানেক আগে ভয়াবহ তুষার ধস থেকে রক্ষা পেয়েছ কেদারনাথের মন্দির। এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দা এবং তীর্থযাত্রীদের মধ্যে ব্যপাক আতঙ্ক ছড়ায়। তবে পরপর দুবার তুষার ধসের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। নেওয়া হচ্ছে একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা। এরইমাঝে এই দীপাবলিতে সেখানে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আসার সম্ভাবনার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মঙ্গলবার সকালে কেদারনাথ ধামে পৌঁছান। পাশাপাশি ২০১৩ সালে বিপর্যয়ের পর থেকে সেখানে কেন্দ্র এবং রাজ্যের উদ্যোগে পুনর্নির্মাণ কাজ চলছে। তাই মুখ্যমন্ত্রী স্থানীয় ব্যবসায়ী এবং ধর্মস্থানের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী আসার আগে প্রস্তুতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

সাধারণত কেদারনাথের এই নির্মাণকার্য প্রধানমন্ত্রী নিজেই খতিয়ে দেখেন । তাই মুখ্যমন্ত্রী আধিকারিকদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কাজে কোনও ধরনের অবহেলা বরদাস্ত করবে না সরকার। ২০১৮ সালের ৭ নভেম্বর দীপাবলিতে প্রধানমন্ত্রী মোদি কেদারনাথে গিয়ে পুজো দিয়েছিলেন। এছাড়াও যবে থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকে সেনা-জওয়ানদের সঙ্গে এই উৎসব কাটান। সে বছরেও উত্তরাখণ্ডের ভারত-চিন সীমান্তের কাছে হার্সিলে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী ভগবান শিবের ভক্ত । তাই পাঁচ বছরে পাঁচ বার কেদারনাথে গিয়েছেন। এবছর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে। তাই সব মিলিয়ে মোদীর কেদারধামে যাওয়ার সম্ভাবনা প্রবল।