জেরায় মুখ খুললেন মানিক ভট্টাচার্য! প্রশ্নের জবাবে বিস্মিত ইডি আধিকারিকেরা

গ্রেফতারির পরেও মুখ কুলুপ এঁটেছেন মানিক ভট্টাচার্য । ইডি সূত্রে খবর, গ্রেফতারি আগে যেমন ব্যবহার ছিল মানিকের, গ্রেফতারির পরেও সেই একই রকম ব্যবহার করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বহিষ্কৃত সভাপতি । জিজ্ঞাসাবাদের সময় কোনও প্রশ্নের জবাব মানিক দিচ্ছেন না বলে অভিযোগ। প্রতি প্রশ্নেই একটিই উত্তর তাঁর, ‘কিছু জানেন না তিনি’। আজ সকাল ১০টা থেকে মানিক ভট্টাচার্যকে জেরা করা শুরু করেছেন ইডি’র গোয়েন্দারা।

এদিকে গতকাল ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয় মানিককে। এরপরে আদালতে বিস্ফোরক দাবি ইডির। ইডির দাবি, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। যে চিঠিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে লেখা। চিঠিটি একটি অভিযোগপত্র। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কেউ অভিযোগ করেছেন যে, ৪৪ জনের কাছ থেকে ৭ লাখ টাকা করে নেওয়া হয়েছে। অর্থাৎ মোট ৩ কোটি ৮ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ চিঠিতে। চাকরির বিনিময়েই এই টাকা নেওয়া হয়েছে বলে দাবি ইডির। এখন প্রশ্ন হচ্ছে, এই চিঠি মানিক ভট্টাচার্যের বাড়িতে কীভাবে আসল? ইডি সূত্রে খবর, এই চিঠি নিয়ে তৃণমূল বিধায়ককে জেরা করা হলে, তিনি পরস্পরবিরোধী উত্তর দেন। তাঁর কথায় অসঙ্গতি মেলে। পাশাপাশি মানিক ভট্টাচার্যের ছেলের ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৪৬ লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছে ৷ কীভাবে এই টাকা তাঁর ছেলের ব্যাংক অ্যাকাউন্টে এল, তার খোঁজ শুরু করেছে ইডির গোয়েন্দারা।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের বহিষ্কৃত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে সোমবার রাতে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল তাঁকে আদালতে পেশ করা হলে, ১৪ দিনের ইডি হেফাজত দিয়েছেন বিচারক । তার পরেই আজ সকাল থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তাকারীরা।