এই কাজটি করলেই ভারতে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক অনেকটাই কেটে যাবে, জানাচ্ছে ICMR

115

করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক খানিকটা কাটতে না কাটতেই চিন্তায় রেখেছে তৃতীয় ঢেউ। যেমন, কবে আসবে এই তৃতীয় ঢেউ, কতটা প্রভাব ফেলবে জনমানবে, আবার কি লকডাউন হবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। আর এবার এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ইএফডি বিভাগের প্রধান ডক্টর সমীরণ পাণ্ডা। তিনি জানান,প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে মানুষের ইমিউনিটি ক্ষমতা কমে গিয়েছে। যা তৃতীয় ঢেউকে ত্বরান্বিত করবে। এছাড়া করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতির কারণেও তৃতীয় ঢেউ অবসম্ভাবি। অগাস্টের শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ। তবে এর প্রভাব দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না।তবে জমায়েত এড়িয়ে যাওয়া, বিধিনিষেধ মেনে চলার মতো নানান সতর্কতা মেনে চলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, নাহলে, কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস জানিয়েছেন, বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে গোটা বিশ্ব। যার মূল কারণ করোনার ডেল্টা প্রজাতী। ইতিমধ্যে বিশ্বের ১১১টি দেশে ধরা পড়েছে ডেল্টা প্রজাতি। ফলে সংক্রমণের পাশাপাশি বাড়ছে কোভিড মৃত্যুও। পাশাপাশি করোনা সংক্রমণের হারবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি জানান, করোনাভাইরাসের ক্রমাগত মিউটেশন হচ্ছে। ফলে প্রতিনিয়ত আরও সংক্রামক ভ্যারিয়্যান্ট তৈরি হচ্ছে।