পুলিশের জালে ভুয়ো ট্রাফিক সার্জেন্ট! সাইবার অপরাধে অভিযুক্ত যাদবপুরের তরুণী

355

এবার পর্দাফাঁস ভুয়ো মহিলা ট্রাফিক সার্জেন্টের। অভিযুক্তের নাম সুলগ্না ঘোষ। জানা গিয়েছে, তার বাড়ি যাদবপুরে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে তরুণীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, সুলগ্নার এক পরিচিতই তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। আর তাতে তরুণীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। অভিযোগ, নানা কমেন্টের মাধ্যমে নিজেকে পুলিশ বলে জাহির করত ওই যুবতী। তার দাবি ছিল, শুধু সে নয়, পরিবারের আরও অনেকে নাকি পুলিশে কাজ করেন। পুলিশের বাইকে চড়েও ছবি তুলেছিল সুলগ্না। সূত্র মারফত জানা গিয়েছে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই যুবতী। তাঁর দাবি, ভাড়া করা পোশাক পরেই ছবি তুলেছিলেন তিনি। আর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। কলকাতা পুলিশের কোনও মহিলা সার্জেন্ট হয় না। তাই আইন বিরুদ্ধ কোনও কাজ করেননি বলেই দাবি করেছেন সুলগ্না। কিন্তু সাব-ইনস্পেক্টর ও সার্জেন্টের পোশাক কোথা থেকে পেলেন সুলগ্না? এই প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছেন তরুণী। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের প্রোফাইলের যাবতীয় ছবি তিনি ডিলিট করে দিয়েছেন।

উল্লেখ্য, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর দেবাঞ্জন দেবের গ্রেফাতারির পর থেকে সতর্ক হয়ে উঠেছে কলকাতা পুলিশ। যার জেরে নিত্যদিন একাধিক প্রতারণার ঘটনা উঠে আসছে শহর কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকা জুড়ে।