আজ থেকে শুরু হল মেট্রো রেল পরিষেবা, জেনে নিন খুঁটিনাটি তথ্য

187

করোনার দ্বিতীয় ঢেউ খানিকটা শান্ত হওয়া মাত্রই আজ থেকে ৫০ শতাংশ সাধারণ যাত্রীদের নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, অর্থাৎ, সোমবার থেকে শুক্রবার।মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। তবে এখনও বন্ধ টোকেন পরিষেবা। কেবলমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাত্রা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৯২টি মেট্রো। এরমধ্যে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৬৫টি ও দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ৬৮টি মেট্রো। বাকিগুলি নিউ গড়িয়া থেকে যাবে দমদম পর্যন্ত। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি। আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।