উত্তরপূর্ব উপকূল বরাবর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়, ৩ রাজ্যে সতর্কতা জারি

অবশেষে ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যে গুজরাট, কেরালা ও কর্ণাটক উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। লাক্ষাদ্বীপ এবং ওই তিন রাজ্যের জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। আইএমডি, শনিবার ভোর সাড়ে ৫টার পূর্বাভাসে জানায়, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টায় আরও ঘণীভূত হয়ে ভারতের উত্তর-উত্তরপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘণীভূত হয়ে কেরালা, কর্ণাটক ও লক্ষদ্বীপ উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে, সূত্র মারফত জানা গিয়েছে গুজরাটের উপকূলীয় জেলা পোরবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে । রাজ্যের বুলশের জেলার আরব সাগর উপকূলীয় অঞ্চলে বড় ঢেউ দেখা দিয়েছে। রাজ্যের তিথাল সমুদ্র সৈকতে আগামী ১৪ জুন পর্যন্ত পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পূর্বাভাসে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ শুরুর দিকে অর্থাৎ শনিবার (১০ জুন) ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং ১৩ ও ১৪ জুনের দিকে সর্বোচ্চ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।