লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ‘মোদীর মন্ত্রীসভায়’ বড়সড় রদবদল

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এক রদ্ধদ্বার বৈঠকে মন্ত্রিসভায় রদবদলের পক্ষে সায় দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকে মূলত ছিলেন, দলের সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বৈঠক শেষে এক দলীয় এক সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে রাষ্ট্রপতি বিদেশ সফরে আছেন। চলতি সপ্তাহেই তাঁর দেশে ফেরার কথা। তিনি ফিরলেই মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে পদক্ষেপ করতে পারে মোদী সরকার।

এক বহুল প্রচারিত সংবাদমাধ্যমের সূত্র মারফত জানা গিয়েছে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রক নিয়ে কোন পরিবর্তন নিয়ে আলোচনা না হলেও, দায়িত্ব হারাতে পারেন নগরোন্নয়ন তথা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরি, ও প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, এবং ক্রীড়া এবং কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিকে রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন ক্ষেত্রে অনুরোধ-উপরোধে কান দেন না দেবার জন্য দলে হরদীপ সিংহ পুরি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। আবার অন্যদিকে তেলের দামে জর্জরিত মানুষকে সঠিক বার্তা দিতে না পারায় এই তালিকায় নাম উঠেছে রামেশ্বর তেলিরও। অন্যদিকে কুস্তিগিরদের শান্ত করতে খোদ অমিত শাহকে যে আসরে নামবার কারনে উল্লেখ্যযোগ্য পদ হারাতে পারেন অনুরাগ ঠাকুর। এছাড়া বেশ কিছু মন্ত্রীকে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনের দায়িত্বে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। তেমনি মহারাষ্ট্রের একনাথ শিন্ডের শিবসেনা, বিহারের এলজেপি থেকেও বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।