নিজের ফোন নম্বর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, নম্বরটি মোবাইলে সেভ করে রাখুন

পঞ্চায়েত ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে । ঘোষণা মাফিক আগামী মাসের ৮ তারিখে রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে বিশেষ করে গ্রাম বাংলার মানুষদের জন্য নয়া কর্মসূচির ঘোষণা করছে রাজ্য সরকার। যেখানে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। রাজ্যের মানুষের অভাব অভিযোগ শুনবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ । নয়া কর্মসূচি কাজ করবে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের ধাঁচেই।

হেল্পলাইন নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা অবধি চালু থাকবে পরিষেবা । এর জন্য ইতিমধ্যেই জেলা ও রাজ্যস্তরে তৈরি করা হয়েছে টিম। বিডিও ছাড়াও সেখানে থাকছেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা। অভিযোগ এলেই, সংশ্লিষ্ট দফতরের কাছে তা পাঠানো হবে সেই দফতর কতখানি কাজ করছে, তার নজরদারি করবে মুখ্যমন্ত্রীর টিম। অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানানো হবে অভিযোগকারীকে। যদিও এর আগে রাজ্যে দিদিকে বলো, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, দিদির দূত, দিদির সুরক্ষা কবচের মতো কর্মসূচি চালু হয়েছে। ইতিমধ্যে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ‘তৃণমূলে জনজোয়ার’ কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন। তারইমধ্যে এবার মুখ্যমন্ত্রী নতুন কর্মসূচি ঘোষণা করলেন? সবটাই কি পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে ? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তো আগেও ছিল। তারই অঙ্গ। আগে যেমন দিদিকে বলো ছিল, এখন এটা শুরু হল। মানুষ ডিরেক্ট কথা বলতে পারবে’।