অভিশপ্ত’ বালেশ্বরে ফের রেল দুর্ঘটনা! তীব্র আতঙ্কে রেলকর্মীরা

ভয়াবহ দুর্ঘটনার একসপ্তাহ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে উঠে এল বালেশ্বর। আবারও দুর্ঘটনার কবলে রেল। শনিবার সকালে বালেশ্বর জেলার রূপসা স্টেশনে একটি মালগাড়িতে আগুন লেগে যাওয়ার খবর মিলল। জানা গিয়েছে, ওই স্টেশনে দাঁড়িয়েই ছিল মালগাড়িটি। সেই সময় একাধিক বগিতে আগুন ধরে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা। রেল সূত্রে খবর, বালেশ্বরের রূপসা স্টেশনে শুক্রবার রাত থেকেই মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। শনিবার সকালে স্টেশনে উপস্থিত কয়েকদিন আচমকাই ওই মালগাড়ির বগি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্টেশন মাস্টার এবং রেলকর্মীদের। এদিকে, বালেশ্বরের দমকল বিভাগের কর্মীরা দ্রুত রূপসা স্টেশনে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তাঁরা। মালগাড়িতে কয়লা বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। যদিও কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।