লোকসভা ভোটের আগেই হেরে গেল বিজেপি? একনজরে, বিজেপি মুক্ত ভারতের তালিকা

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জেতার পর নরেন্দ্র মোদী বলেছিলেন, তার লক্ষ্য কংগ্রেস-মুক্ত ভারত। তবে, কর্ণাটক নির্বাচন ফলাফল বেরতেই মোদীর সেই বক্তব্যেকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়ে দেশের বিরোধী দলের নেতারা বলছেন, আপাতত দক্ষিণ ভারত বিজেপি-মুক্ত হয়ে গিয়েছে। এবার ভারত মুক্ত হবার পালা। ইতিমধ্যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিশ্চিত করেছেন, দক্ষিণ ভারতের আর কোনো রাজ্য বিজেপি ক্ষমতায় নেই। অর্থাৎ কংগ্রেস মুক্ত ভারত’ গড়ার বিজেপির যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সে স্বপ্ন আপাতত পূরণ হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং, উলটো দিকে গোটা দক্ষিণ ভারত ‘বিজেপি মুক্ত’ হয়ে গিয়েছে।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী জয়ের পর জানিয়েছেন, কংগ্রেসকে থামানো যাবে না। আর কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া আরেক ধাপ এগিয়ে বলেছেন, ২০২৪ সালে রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী হবেন। যদিও মমতা বন্দ্যেপাধ্যায়, অখিলেশ যাদব, কে চন্দ্রশেখর রাওরা কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট করার জন্য উদ্যোগী হয়েছিলেন। এবিষয়ে গতকাল সিদ্ধারামাইয়া বলেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোট হবে না। বিরোধী দলগুলিকে কংগ্রেসের কাছে আসতেই হবে।

একনজরে দেখে নেওয়া যাক, কোন রাজ্যে নেই বিজেপির শাসন

দিল্লি

পাঞ্জাব

হিমাচল

বিহার

ঝাড়খণ্ড

রাজস্থান

পশ্চিমবঙ্গ

ওড়িশা

অন্ধ্রপ্রদেশ

তেলেঙ্গানা

ছত্তিশগড়

তামিলনাড়ু

কেরালা

কর্ণাটক

জম্মু কাশ্মীর